Reported By : Binay Roy
১২ ই অক্টোবর, বৃহস্পতিবার, মুর্শিদাবাদ জেলায় মোট ৩২টি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে বহরমপুর শহরের ৫টি পুজোর উদ্বোধনও করেন তিনি এদিন। এই উপলক্ষে বহরমপুরের খাগড়া এলাকায় ভট্টাচার্য পাড়ার দুর্গা মন্দিরে এদিন সন্ধ্যায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা শাসক রাজর্ষী মিত্র, বহরমপুর পুলিশ জেলার পুলিশসুপার সূর্য প্রতাপ যাদব, তৃণমূলের জেলা সভাপতি শাওনি সিংহ রায় সহ বহরমপুর পৌরসভার পৌরপিতা নাড়ুগোপাল মুখার্জি ও পুজো কমিটির উদ্যোক্তারা। সব মিলিয়ে মহালয়ার আগে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর এই উদ্বোধনকে ঘিরে যথেষ্ট উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় পুজো কমিটির উদ্যোক্তা ও স্থানীয় মানুষজনের মধ্যে।