রাজনগর ব্লকের অন্তর্গত বড়কোন্দা গ্রামের সিধুকানু আদিবাসী ক্লাব এর পক্ষ থেকে 2দিন ব্যাপী বার্ষিক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সেখানে উপস্থিত হয়েছেন সিউড়ি বিধানসভার বিধায়ক শ্রী বিকাশ রায় চৌধুরী মহাশয়, রাজনগর ব্লক পুত কর্মদক্ষ শ্রী সুকুমার সাধু মহাশয়, তাঁতি পাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রী মলয় রায় মহাশয় অনন্যা বিশিষ্ট ব্যক্তিবর্গ।।