করণদিঘীর ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে নৃত্যকথা ডান্স অ্যাকাডেমি কলাক্ষেত্রের দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠান

করণদিঘীর ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে নৃত্যকথা ডান্স অ্যাকাডেমি কলাক্ষেত্রের দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠান

Reported By : মোঃ জাকারিয়া
১৪ ই অক্টোবর, শনিবার, উত্তর দিনাজপুর জেলার করণদিঘীর ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে নৃত্যকথা ডান্স অ্যাকাডেমি কলাক্ষেত্রের দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। করণদিঘীর রাহুল মঞ্চে শুক্রবার সন্ধ্যায় সান্ধ্যকালীন এই অনুষ্ঠানের আয়োজন করা হয় । অ্যাকাডেমির তরফে থেকে মিনাল কানতি ঘোষ ও অভিষেক মদক জানান অনুষ্ঠানে নৃত্যকথা ডান্স অ্যাকাডেমির শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মূলত সম্প্রীতির বার্তা দেওয়া হয় এদিনের অনুষ্ঠানের মাধ্যমে ।

সমগ্র এলাকার প্রচুর মানুষ এই দিন অনুষ্ঠান দেখতে উপস্থিত হন। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে মানুষকে ঐতিহ্যের প্রতি আকর্ষিত করতে এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্যোক্তারা জানান প্রতিবছর মহালয়ার দিন এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় । কোন এক অনির্দিষ্ট কারণে এবার মহালয়ার একদিন আগেই তা আয়োজিত হলো । এই বছর এই সাংস্কৃতিক অনুষ্ঠান দ্বিতীয় বর্ষের পদার্পণ করলো বলে জানা যায়। আগামী দিনেও সংস্থা তরফে এ ধরনের অনুষ্ঠান আয়োজিত হবে বলে জানান করণদিঘী নৃত্যকথা ডান্স অ্যাকাডেমির সদস্যরা।

Leave a Reply

error: Content is protected !!