শারদীয়া ও দীপাবলি উপলক্ষে বস্ত্র বিতরণ করণদিঘীতে

শারদীয়া ও দীপাবলি উপলক্ষে বস্ত্র বিতরণ করণদিঘীতে

Reported By : মোহাম্মদ জাকারিয়া
১৪ ই অক্টোবর, শনিবার, শারদীয়া ও দীপাবলি উপলক্ষে করণদিঘীর বিধায়ক গৌতম পালের উদ্যোগে বস্ত্র বিতরণের আয়োজন করা হয়। জানা গেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি এদিন রসাখোয়া ১ নম্বর এবং দুই নম্বর অঞ্চলের রসাখোয়া হাই স্কুল এবং রসাখোয়া প্রাইমারি স্কুলে বস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও একই দিনে বাজারগাঁও ১ ও ২ এবং লাহুতারা ১ নম্বর অঞ্চলে বস্ত্র বিতরণ করা। মহালয়ার পূর্ণ তিথিতে উত্তর দিনাজপুর জেলাবাসীকে শুভেচ্ছা জানান উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল।

তিনি আরো জানান গতকালকে থেকে বস্ত্র বিতরণের কর্মসূচি শুরু হয়েছে এবং আজকেও বাজারগাও এক দুই, রসাখোয়া ১ও ২ সহ লাহুতরা ১ নম্বর অঞ্চলে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়, গোটা বিধানসভা মিলিয়ে প্রায় ১০ হাজার বস্ত্র বিতরণ করা হবে বলে তিনি জানান। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, করণদিঘীর বিধায়ক গৌতম পাল, করণদিঘী পঞ্চায়েত সমিতির সভাপতি নেহা, ১৪ নম্বর জেলা পরিষদের সদস্য কৃষ্ণা সিংহ রায়চৌধুরী, সহ প্রধান ও উপপ্রধান সহ আরও অনেকেই।

Leave a Reply

error: Content is protected !!