“মৌনি রায়” আবারো ভাইরাল !

“মৌনি রায়” আবারো ভাইরাল !

Reported By:- NEWS DESK

বড় পর্দা, ছোট পর্দার গন্ডি পার করে মৌনি রায় (Mouni Roy) সাম্প্রতিক কালে পা রেখেছেন ওটিটিতে। হোটেল বিজনেসও শুরু করেছেন তিনি। পাশাপাশি নিজের স্টাইল স্টেটমেন্টও বদলেছেন মৌনি। বঙ্গতনয়া মৌনি সমানভাবে জনপ্রিয় হয়েছেন জি বাংলার ডান্স রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারকের আসনেও। তবে তাঁর ওয়ার্ক কমিটমেন্টের কারণে মৌনি সবসময় এই শোয়ে উপস্থিত থাকতে পারেন না। গত বুধবার, 11 ই অক্টোবর ছিল মৌনির ওটিটি ডেবিউ ‘সুলতান অফ ডেলহি’-র স্পেশ্যাল স্ক্রিনিং। স্ক্রিনিং ইভেন্টে মৌনির লুক সকলকে চমকে দিয়েছে। অভিনেত্রী নিজেই তাঁর লুকের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। মৌনির শেয়ার করা ছবিগুলিতে তাঁর পরনে রয়েছে মাস্টার্ড রঙের গাউন। হাই-থাই স্লিটেড গাউনের নেকলাইনে রয়েছে ডিটেলিং। অফ শোল্ডার গাউনের নেকলাইন যথেষ্ট ঢেউ খেলানো। উন্মুক্ত রয়েছে মৌনির ক্লিভেজ। গাউনের স্লিটের কারণে উন্মুক্ত রয়েছে মৌনির মসৃণ পা। গাউনের কাঁধের কাছে শাইনি মেটিরিয়াল ব্যবহার করা হলেও বাকি অংশ চকচকে নয়। গাউনের সাথে মৌনির মেকআপ যথেষ্ট উজ্জ্বল। গোলাপি রঙের আইশ‍্যাডো ও কালো আইলাইনারের টান রয়েছে তাঁর দুই চোখে। ঠোঁট রাঙানো গোলাপি রঙের লিপস্টিকে। চিকবোনে রয়েছে গোলাপি হাইলাইটারের ছোঁয়া। খোলা চুলে রয়েছে হালকা কার্ল।

Leave a Reply

error: Content is protected !!