বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। উক্ত বৈঠকে তিনি বললেন, রাজ্য সরকারের তরফে সিভিকদের উপর অত্যাচার করা হচ্ছে, সিভিক দের কে ক্রীতদাস হিসাবে ব্যবহার করা হচ্ছে। এছাড়াও তিনি আরো বললেন সামান্য পয়সার বিনিময়ে সিভিক দের কে ক্রীতদাসের মতো ব্যবহার করছে রাজ্য সরকার। এবং তিনি সিভিকদের প্রতি সমবেদনা জানিয়ে বললেন তাদের প্রতি এতটাও অত্যাচার করা ঠিক নয়, রাজ্য সরকার হয় তাদেরকে পার্মানেন্ট স্টাফ করে দিক নয়তো অন্য কোন প্রকল্পের মাধ্যমে তাদেরকে কাজে লাগিয়ে দিক। এছাড়াও তিনি আরো বললেন অযথা তাদেরকে দিয়ে অন্যায় কাজ করানো হচ্ছে এবং ঘুষ খাওয়ানো হচ্ছে এবং তাদের কাছ থেকে বড় বড় তাদের উপরে থাকা অফিসাররা ঘুষ খাচ্ছে । এছাড়াও রাজ্য সরকার সিভিক দের মাধ্যমে রাস্তার মধ্যে অনিয়মে গাড়ি ধরে এক মোটা পরিমাণের টাকা ঘুষ খাচ্ছে সেই সমস্ত সিভিকদের এবং সাধারণ মানুষের পয়সা যারা মেরে খায় তাদের শাস্তি জানালেন অধীর রঞ্জন চৌধুরী।