সিউড়ী সাইবার ক্রাইম

Reported By :-দিব্যেন্দু গোস্বামী

বিশেষ সূত্রে খবরের ভিত্তিতে সিউড়ী সাইবার ক্রাইম থানা ব্যাঙ্ক জালিয়াত চক্রের সঙ্গে যুক্ত দুইজন অপরাধীকে গ্রেপ্তার করে। নির্দিষ্ট অভিযোগের তদন্তে সিউড়ী সাইবার ক্রাইম থানা এইরকম দুইজন অপরাধীকে তাদের গোপন ডেরা থেকে হাতেনাতে ধরে। তাদের কাছ থেকে উদ্ধার হয় এক লক্ষ টাকা এবং অপরাধের সঙ্গে যুক্ত ঝাড়খন্ড নাম্বার প্লেটের একটি বাইক। বাকি অপরাধীদের খোঁজ চলছে।। অপরাধীরা সিউড়ী শহরের নিকটে বাড়ী ভাড়া নিয়ে থাকছিল এবং সিউড়ী শহরের বিভিন্ন ATM ব্যবহার করে জালিয়াতির টাকা তুলে নিয়ে আবার ঝাড়খন্ডে গিয়ে গা ঢাকা দিচ্ছিল। এই ঘটনায় শনিবার ধৃত দুই ব্যক্তিকে সিউড়ি আদালতে তোলা হলে পুলিশের তরফ থেকে সাত দিনের পুলিশি হেফাজত চাওয়া হয়। যদিও বিচারক ৫ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছেন। ধৃত দুজনের নাম শাহবাজ পারভেজ এবং তাজমুল আনসারী।

Leave a Reply

error: Content is protected !!