বহরমপুর পুরসভার সাফাই কর্মীদের জন্য বড়সড় খুশির খবর জানালো পুরসভা কর্তৃপক্ষ

বহরমপুর পুরসভার সাফাই কর্মীদের জন্য বড়সড় খুশির খবর জানালো পুরসভা কর্তৃপক্ষ

Reported By:- Binoy Roy

বহরমপুর পুরসভার ঘোষণা , অতিরিক্ত পুজো বোনাস পাবেন শহরের সাফাই কর্মীরা আসন্ন দুর্গাপুজোর আগে বহরমপুর পুরসভার সাফাই কর্মীদের জন্য বড়সড় খুশির খবর জানালো পুরসভা কর্তৃপক্ষ ।
রাজ্য সরকারি কর্মীদের সমান ৫৩০০ টাকা পুজোর বোনাস না পেয়ে গতকাল পুরসভার প্রায় দু’হাজার সাফাই কর্মী বহরমপুর শহর পরিষ্কার করার কাজ বন্ধ করে দেন।।
শনিবার পুরসভার সাফাইকর্মীরা জানিয়েছিলেন -শুক্রবার বিকালে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বোনাস বাবদ মাত্র দেড় হাজার টাকা করে দেওয়া হয়েছে।। রাজ্য সরকারি কর্মীদের সমান ৫৩০০ টাকা বোনাস না পেলে তারা শহর পরিষ্কার করবেন না বলে জানিয়ে দেন।
রবিবার বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি জানান,’ বহরমপুর পুরসভা চিরকাল হরিজন ভাইদের সাথে থেকে পাশে নিয়ে কাজ করেছে। তাই দুর্গা পুজোতে তাদের প্রাপ্য ন্যায্য বোনাস দ্রুত তাদের মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরসভার তরফ থেকে।’
তিনি জানান,’ পুরসভার নিজস্ব আয়ের তহবিল থেকেই অস্থায়ী কর্মী সহ সাফাই কর্মীদের বোনাস এবং মাইনে দিতে হয়। কংগ্রেস আমলে অপরিকল্পিতভাবে ব্যয়ের জন্য ২০১৮ সাল পর্যন্ত পুরসভার অস্থায়ী এবং সাফাই কর্মীদের মাইনে ছিল মাত্র ৩৭৫০ টাকা এবং পুজোতে তাদের বোনাস ছিল মাত্র এক হাজার টাকা। কিন্তু ২০২২ সালে তৃণমূল কংগ্রেস পুর বোর্ড গঠন করার পর অস্থায়ী সাফাই কর্মীদের বেতন বেড়ে হয়েছে ৭৫০০ টাকা।’
নাড়ুগোপাল মুখার্জি বলেন,’ এই মুহূর্তে রাজ্যে বেশ কিছু প্রান্তে ডেঙ্গ উদ্বেগজনক পরিস্থিতে রয়েছে। কিন্তু বহরমপুর পুরসভার সাফাই কর্মীরা ভাল কাজ করার জন্য শহরের ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বর্তমানে মাত্র ২৩০ জন। কিন্তু কংগ্রেসের কিছু কাউন্সিলর সাফাই কর্মীদের ভুল বুঝিয়ে , তাদের কাজ বন্ধ করে দিয়ে ডেঙ্গু পরিস্থিতি খারাপ করার চেষ্টা করেছিলেন।’
তিনি জানান,’ পুরসভার নিজস্ব আয় থেকে অস্থায়ী সাফাই কর্মীদের বোনাসের টাকা দিতে হবে। কিন্তু পুজোর মাস চলার জন্য বেশ কিছুদিন সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তাই পুরসভার আয় কিছুটা কমে যাবে। সে কারণে পুরসভা সিদ্ধান্ত নিয়েছে একেবারে না পারলেও কয়েকটি ধাপে সাফাই কর্মীদের বর্ধিত অতিরিক্ত বোনাস দেওয়া হবে।ইতিমধ্যে সাফাই কর্মীরা দেড় হাজার টাকা পূজোর বোনাস পেয়েছেন। তাদেরকে আরও এক হাজার টাকা আমরা দিচ্ছি। পুর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন সাফাই কর্মীদেরকে পাঁচ হাজার টাকা বোনাস দেওয়া হবে। বাকি টাকা আমরা তাদেরকে কালীপুজোর আগেই দিয়ে দেব।’
চেয়ারম্যানের এই ঘোষণার পরই উৎসবে মেতে ওঠেন সাফাই কর্মীরা। অনেক সাফাই কর্মী নাম না প্রকাশের শর্তে বলেন- কিছু কংগ্রেসের নেতা তাদেরকে ভুল বুঝিয়ে পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য করেছিল। চেয়ারম্যানের আশ্বাস পাওয়ার পরেই সমস্ত সাফাই কর্মীরা পূর্ণ উদ্যমে শহর পরিষ্কার করার কাজে নেমে পড়েছেন।

Leave a Reply

error: Content is protected !!