Reported By:- Binoy Roy
১ কোটি টাকার মাদক সহ চারজনকে গ্রেফতার করেছে যৌথ উদ্যোগে রাজ্য পুলিশের এস টি এফ ও রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ধৃতদের মধ্যে তিনজন মহিলা ও একজন পুরুষ রয়েছে। মহিলাদের মধ্যে দুজন মনিপুর এবং একজন নাগাল্যান্ডের বাসিন্দা। অপর একজন মুর্শিদাবাদের লালগোলার বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে- রবিবার বিকেলে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকার ওমরপুর এলাকা থেকে ১ কেজি ১৩০ গ্রাম হেরোইন সহ তাদের পাকড়াও করা হয়। ধৃত তিন মহিলা উত্তর-পূর্ব ভারত থেকে ওই মাদক নিয়ে এসেছিল, তা হাত বদল করার সময় তাদের ধরে ফেলে পুলিশ। সোমবার দুপুরে ১৪ দিনের জন্য পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে ধৃতদের তোলা হয় বহরমপুরে NDPS আদালতে।