স্কলারশিপের ফর্ম ফিলাপের জন্য পড়ুয়াদের কাছ থেকে টাকা নিচ্ছে স্কুল ! বিক্ষোভে সামিল পড়ুয়ারা

স্কলারশিপের ফর্ম ফিলাপের জন্য পড়ুয়াদের কাছ থেকে টাকা নিচ্ছে স্কুল ! বিক্ষোভে সামিল পড়ুয়ারা

Reported By:- মোহাম্মদ জাকারিয়াঃ করণদিঘীঃ

স্কলারশিপের ফর্ম ফিলাপ করার জন্য স্কুল কর্তৃপক্ষকে দিতে দিতে হচ্ছে টাকা। বিদ্যালয়ের বিরুদ্ধে এমনই অভিযোগ তুললো পড়ুয়ারা। অভিযোগ জানানোর পাশাপাশি দোমোহনা জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে, সর্ত অবরোধের মধ্য দিয়ে বিক্ষোভে সামিল হয় ছাত্ররা। ছাত্র- ছাত্রীদের অভিযোগ, তাদের কাছ থেকে মাথাপিছু ৫০থেকে ৮০ টাকা করে নেওয়া হয়েছে। এই অভিযোগ উঠতেই শোরগোল পড়ে গিয়েছে। মঙ্গলবার এমনি ঘটনার অভিযোগ উঠলো উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের দোমোহোনায় অবস্থিত রহাটপুর হাই মাদ্রাসায় । এদিন রহাটপুর হাই মাদ্রাসাযর পড়ুয়ারা একাধিক দাবিতে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা। ঘটনা স্থানে পৌঁছায় করণদিঘী থানার পুলিশবাহিনী ও করণদিঘী থানার I.C ও BDO সহ আরো অনেকে । এ বিষয়ে রহাটপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক সাহিদুর রহমান আমাদের স্কুলে প্রায় ৪ হাজার ৫ শো ছাত্র ছাত্রী রয়েছে, স্কলারশিপ এর কাজের প্রচন্ড চাপ, এবং কম্পিউটার অপারেটর কোনো শিক্ষক নেই, ফলে বাইরে থেকে লোক নিয়ে এসে আমাদের স্কুলের কাজ করতে হয়, অনেক ৩০ টাকা বা 50 টাকা নেওয়া হয়।

Leave a Reply

error: Content is protected !!