” শর্বরী “

” শর্বরী “

Reported By:- News Desk

পশ্চিবঙ্গের একজন জনপ্রিয় অভিনেত্রী হিসেবে "শর্বরী দাস" এক পরিচিত মুখ। তিনি বেশ কিছু জনপ্রিয় টিভি সিরিয়াল এ কাজ করেছেন, এছাড়াও মডেল হিসাবে কাজ করেছেন বেশ কিছু বিজ্ঞাপন সংস্থায় , জি প্রমোশনের ভিডিও তেও কাজ করেছেন তিনি।জনপ্রিয় এই অভিনেত্রীর জন্ম ১৯৯৪ সালের ২ রা এপ্রিল ,পশ্চিমবঙ্গের হাবড়া ,উত্তর ২৪ পরগনায়। যদিও তার বড় হয়ে ওঠা কলকাতায় ।তিনি রবীন্দ্র ভারতী থেকে " পরিবেশ বিদ্যায়" মাস্টার্স কমপ্লিট করেন । তিনি বরাবরই দুঃসাহসিক এবং তিনি ঘুরতে, গান শুনতে, গান শিখতে পছন্দ করেন , এছাড়াও অভিনেত্রীর " গার্ডেনিং " এর সখ ও রয়েছে।তিনি দশম শ্রেণী পাশ এর পর থেকেই মডেলিং এর সঙ্গে যুক্ত আছেন । ইন্ড্রাস্ট্রিতে আসা খুব সহজ না হলেও তাঁর কঠোর পরিশ্রম তাঁকে মানুষের মনে জায়গা করে দিয়েছে। অভিনয় এর প্রতি তাঁর ঝোঁক প্রায় ছোটবেলা থেকেই। তাঁর জীবনের মন্ত্র ," বড় স্বপ্ন দেখো এবং সেটাকে অর্জন করো" ।তাঁর জীবনে তাঁর স্বপ্ন পূরণে তার বাবা ,মা এর অবদান অনেক। এছাড়া অভিনেত্রী বলেছেন তাঁর সহকর্মীদের কাজ থেকে ও তিনি সব সময় সব কাজ এ সাপোর্ট পেয়েছেন। উল্লেখ্য, শর্বরী তার কঠোর পরিশ্রম , স্বপ্ন ও কর্মজীবনের প্রতি উচ্চাকাঙ্ক্ষা নিয়ে ভবিষ্যতে আরো সফল অভিনেত্রী হতে চান।

Leave a Reply

error: Content is protected !!