‘দুগ্গা এলো’ অনুষ্ঠানে মাতল রাজারহাটের ‘নর্থ পয়েন্ট সিনিয়র সেকেণ্ডারী বোর্ডিং স্কুল’

‘দুগ্গা এলো’ অনুষ্ঠানে মাতল রাজারহাটের ‘নর্থ পয়েন্ট সিনিয়র সেকেণ্ডারী বোর্ডিং স্কুল’

Reported By:- News Desk

শারদীয়া নবরাত্রি উৎসবের চতুর্থ দিনে সমগ্র ভারত যখন দেবী কুষ্মাণ্ডা-র আরাধনায় মগ্ন, ঠিক সেই শুভ লগ্নে ‘দুগ্গা এলো’ অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের নিয়ে উৎসবে মাতল রাজারহাটের ‘নর্থ পয়েন্ট সিনিয়র সেকেণ্ডারী বোর্ডিং স্কুল’ কর্তৃপক্ষ। প্রসঙ্গত উল্লেখ্য, আজ ছিল এই বিদ্যালয়ের অছি পরিষদের সদস্যা তথা সম্পাদিকা মীনা শেঠী মণ্ডল-এর জন্মদিন।

দুর্গাপুজো উপলক্ষ্যে আজ থেকে বন্ধ হতে চলেছে এই আবাসিক বিদ্যালয়, ‘দুগ্গা এলো’ নামাঙ্কিত অনুষ্ঠানের সাথে সাথে বিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের নিয়ে কেক কেটে হর্ষোল্লাসের সাথে সম্পাদিকার জন্মদিনও পালন করেছে আজ।ছুটির আগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজ ছিল একেবারে উৎসবের আমেজে।
আজ তারা একদিকে যেমন দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক ও গণেশ সেজে আগত দর্শনার্থীদের আনন্দ দান করেছে তেমনই শিক্ষিকাদের সাথে গানের তালে নেচে আনুষ্ঠানিকভাবে দুর্গা মাকেও বরণ করে নিয়েছে।

বিদ্যালয়ের সম্পাদিকা মীনা শেঠী মণ্ডল আজকের অনুষ্ঠানের সম্পূর্ণ শ্রেয় প্রদান করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৈত্রেয়ী চক্রবর্তীকে।

Leave a Reply

error: Content is protected !!