Reported By:- Binoy Roy
বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। উক্ত বৈঠকে তিনি বিজেপির বড় বড় নেতা ও মন্ত্রীদের উদ্দেশ্যে বললেন সামনে ভোট সেইজন্য সব মন্ত্রীরা গায়ে হাওয়া দিতে এসেছে। বাংলার পুজোটা বাংলায় মানুষের কাছে গ্রহণযোগ্য / মূল্যবান, এবং বিজেপির নেতা-মন্ত্রীরা সেই জিনিসটাকে লক্ষ্য করে যদি ভোট গ্রহণ করা যায় তাদের উদ্দেশ্য গুলো সফল করার চেষ্টা করছে। সাধারণ মানুষ যেমন কাপড় জামার বাজার করছে তেমন নেতার মন্ত্রীরা ভোটের বাজার করছে।