Skip to content
ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে জাতীয় মানবাধিকার কমিশন আসলেন মুর্শিদাবাদে

ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে জাতীয় মানবাধিকার কমিশন আসলেন মুর্শিদাবাদে

বুধবার রাত্রি ৮ নাগাদ জাতীয় সংখ্যালঘু কমিশনের টিম এসে পৌঁছায় বহরমপুর সার্কিট হাউসে। বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভোট পরবর্তী হিংসার স্বীকার হওয়া পরিবারের লোকজন এসে পৌঁছায় সার্কিট হাউসে। সেখানে তারা সংখ্যালঘু কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। হিংসার স্বীকার হওয়া পরিবারের লোকজন জানান, বিজেপি করার অপরাধে ভোটের পর থেকে তাদের উপর আক্রমণ নেমে আসে। অনেক পরিবার হিংসার স্বীকার হয়ে বাড়িঘর ছেড়ে দিয়ে এসে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। হিংসার স্বীকার হয়ে তারা জানিয়েছেন আর তারা বাড়ি ফিরতে চান না। বিজেপি নেতাদের বক্তব্য জেলায় ২৪৭ টি হিংসার লিখিত অভিযোগ তাদের কাছে জমা পড়েছে। তবে অনেকে ভয়ে আতঙ্কে কমিশনের কাছে অভিযোগ জানাতে আসে নি। এদিন প্রায় ৫০-৬০ ব্যাক্তি কমিশনের কাছে লিখিত অভিযোগ জানাতে এসেছেন।

Leave a Reply

error: Content is protected !!