Reported By : Masud Rana
৪ঠা নভেম্বর, শনিবার, দেড় বিঘা জমির কফি কেটে নষ্ট করার অভিযোগ জলঙ্গিতে।ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের সাদিখানদেয়ার অঞ্চলের ইন্নাতপুর এলাকায়। শুক্রবার রাতে প্রায় দেড় বিঘা জমির কফির চারা গাছ কেটে নষ্ট করার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।
জানাগেছে প্রতিদিনের মতো শনিবার সকালে জমির কৃষক যখন মাঠে আসেন,ঠিক সেই সময় দেখেন পুরো জমির কফির চারা গাছ নষ্ট নষ্ট হয়ে পড়ে আছে। গাছের কাছে যেতেই বোঝা জাই সেগুলো কেটে নষ্ট করা হয়েছে। তবে এই চারা গাছগুলি কে বা কারা? কেনই বা কেটে নষ্ট করল? তা এখনো স্পষ্ট নয় । ঘটনায় এলাকার কৃষকেরা সঠিক তদন্তের আর্জি জানিয়েছেন এলাকার প্রশাসন এবং পুলিশের কাছে। অন্যদিকে ওই কৃষক দিশেহারা হয়ে পড়েছেন । লাভের আশায় কফির চাষ সিদ্ধান্ত নিয়েছিলেও বলেও জানিয়েছেন তিনি।