Skip to content
বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হোস্টেল উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন

বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হোস্টেল উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন

Reported By:- মোহাম্মদ জাকারিয়াঃ করণদিঘীঃ

উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের দোমোহনা পঞ্চায়েতের মাগনাভিটা আইডিয়াল চিলড্রেন একাডেমির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হোস্টেল উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবার। ছাত্র ছাত্রী দেয় নিয়ে এদিন Rally বের করা হয়। এদিন গজল, নৃত্য, বক্তব্য, কবিতা আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা, নাটক সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্র ছাত্রীরা অংশ গ্রহণ করে। জানা গেছে প্রতিবছর ন্যায় এ বছরও বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ছেলেদের হোস্টেল উদ্বোধন করা হয়। সারা বছর পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাচ্চাদের মেধা তুলে ধরা হলো।


মাগনাভিটা আইডিয়াল চিলড্রেন একাডেমির কর্ণধার মোহাম্মদ ইসরায়েল জানান পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী এবং সাথে সাথে আরবি এবং কোরআন শিক্ষা দেওয়া হয়। বাচ্চাদের প্রতি একটা উৎসাহ থাকে, বাচ্চারা চাই প্রতি বছর যেন একটা করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের মেধা যাচাই করা হয় এবং তুলে ধরা হয়।
এদিন অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ডালখোলা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আলতাফ হোসেন, কানতিরপা এন. কে সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক আবদুল মালেক, রসাখোয়া হাই স্কুলের প্রাক্তন সহকারী শিক্ষক মোহাম্মদ দানিয়েল আলাম, পূর্ব ফতেপুর মাহাদের chairman মোতাআল্লিম মাদানী, AS Modern English Academy এর chairman আতাউর রহমান মাদানী, বিশিষ্ট সমাজসেবী ও একাডেমির পরিচালন সমিতির সদস্য আবু বাক্কার, বিশিষ্ট সমাজসেবী আবদুল ওয়াহাব, মাগনাভিটা আইডিয়াল চিলড্রেন একাডেমির কর্ণধার মোহাম্মদ ইসরায়েল সহ অভিভাবক অভিভাবিকা গন সহ আরও অনেকেই।

Leave a Reply

error: Content is protected !!