Reported By:- Subham Roy
মুম্বই ইতিমধ্যেই মেতে উঠেছে দিওয়ালি পার্টিতে। সেলিব্রিটিদের একাংশ একের পর এক ছবি শেয়ার করছেন। তাতে ক্যামেরাবন্দি হচ্ছে তাঁদের দীপাবলীর লুক। বাদ গেলেন না মৌনি রায় (Mouni Roy)-ও। তিনি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ। সপ্তাহান্তে বঙ্গতনয়া মৌনি শেয়ার করলেন তাঁর দিওয়ালি লুক। ইন্সটাগ্রামে মৌনির শেয়ার করা ছবিগুলিতে তাঁর পরনে রয়েছে আইভরি হোয়াইট রঙের লেহেঙ্গা-চোলি। চোলিটির নেকলাইন যথেষ্ট ডিপ হওয়ার কারণে উন্মুক্ত রয়েছে মৌনির ক্লিভেজ। চোলির স্লিভ নুডল প্যাটার্নের। চোলি জুড়ে রয়েছে সোনালি সিকুইনের কারুকার্য ও সাদা সুতোর এমব্রয়ডারি। লেহেঙ্গাটি ফ্লেয়ারড। লেহেঙ্গা জুড়ে রয়েছে সিকুইনের কারুকার্য। লেহেঙ্গা-চোলির সাথে মানানসই ওড়নাটিও সিকুইনের কারুকার্য সমন্বিত। ওড়নার পাড়ে বসানো রয়েছে রূপোলি জরি। লেহেঙ্গা-চোলির সাথে মৌনি পরেছেন সোনালি রঙের কুন্দনের নেকপিস। কানে ইয়ারিং পরেননি তিনি। মৌনির কপাল জুড়ে রয়েছে সোনালি রঙের কুন্দনের মাঙ্গটিকা। খোলা রয়েছে তাঁর চুল। মৌনির মেকআপ হালকা হলেও যথেষ্ট উজ্জ্বল।