“মৌনি রায়”  নেটদুনিয়ায় ঝড় তুললেন !

“মৌনি রায়” নেটদুনিয়ায় ঝড় তুললেন !

Reported By:- Subham Roy

মুম্বই ইতিমধ্যেই মেতে উঠেছে দিওয়ালি পার্টিতে। সেলিব্রিটিদের একাংশ একের পর এক ছবি শেয়ার করছেন। তাতে ক্যামেরাবন্দি হচ্ছে তাঁদের দীপাবলীর লুক। বাদ গেলেন না মৌনি রায় (Mouni Roy)-ও। তিনি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ। সপ্তাহান্তে বঙ্গতনয়া মৌনি শেয়ার করলেন তাঁর দিওয়ালি লুক। ইন্সটাগ্রামে মৌনির শেয়ার করা ছবিগুলিতে তাঁর পরনে রয়েছে আইভরি হোয়াইট রঙের লেহেঙ্গা-চোলি। চোলিটির নেকলাইন যথেষ্ট ডিপ হওয়ার কারণে উন্মুক্ত রয়েছে মৌনির ক্লিভেজ। চোলির স্লিভ নুডল প‍্যাটার্নের। চোলি জুড়ে রয়েছে সোনালি সিকুইনের কারুকার্য ও সাদা সুতোর এমব্রয়ডারি। লেহেঙ্গাটি ফ্লেয়ারড। লেহেঙ্গা জুড়ে রয়েছে সিকুইনের কারুকার্য। লেহেঙ্গা-চোলির সাথে মানানসই ওড়নাটিও সিকুইনের কারুকার্য সমন্বিত। ওড়নার পাড়ে বসানো রয়েছে রূপোলি জরি। লেহেঙ্গা-চোলির সাথে মৌনি পরেছেন সোনালি রঙের কুন্দনের নেকপিস। কানে ইয়ারিং পরেননি তিনি। মৌনির কপাল জুড়ে রয়েছে সোনালি রঙের কুন্দনের মাঙ্গটিকা। খোলা রয়েছে তাঁর চুল। মৌনির মেকআপ হালকা হলেও যথেষ্ট উজ্জ্বল।

Leave a Reply

error: Content is protected !!