Reported By:- Binoy Roy
বাইক মহড়ায় প্রাণ গেলো দুই যুবকের। সেখানেই একটি বাইক নিয়ন্ত্রন হারিয়ে পড়ে যায় রাস্তার ধারের গর্তে। দূর্ঘটনার আওয়াজ শুনে ছুটে আসেন স্থানীয়রা। এবং তাদের চিকিৎসার জন্য পাঠানো হয় স্থানীয় সাদিখারদিয়াড় হাসপাতালে। সোমবার দুপুরে মুর্শিদাবাদের সাদিখারদিয়াড় স্কুল মোড় সংলগ্ন এলাকায়। ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানাগেছে, মৃতদের নাম রাফিউল মন্ডল, জিনিয়াস বিশ্বাস। দুজনের বাড়ি জলঙ্গীর দক্ষিন ঘোষপাড়া এলাকায়।