Reported By : Binay Roy
১৩ ই নভেম্বর, সোমবার, বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। উক্ত বৈঠকে তিনি শাসক দলকে কটাক্ষ করে বললেন শিক্ষা দপ্তরে দুর্নীতি যদি চুনোপুটি হয় তাহলে রেশন দপ্তরের দুর্নীতি রাঘব বোয়াল। এছাড়াও তিনি আরো বললেন খোকাবাবু ও দিদি মিলে কালো টাকাকে সাদা করছেন। এছাড়াও দিদির দলের যত বড় বড় নেতা-মন্ত্রী রয়েছে তারা সবাই কালো টাকা কে সাদা করা শিক্ষা দিচ্ছে । কালো টাকাকে সাদা করার শিক্ষা গোটা তৃণমূল পার্টির জুড়ে। সেই শিক্ষায় শিক্ষিত জ্যোতিপ্রিয় মল্লিক । এবং তিনি জ্যোতিপ্রিয় মল্লিককে কটাক্ষ করে বললেন সেই জ্যোতির বদলে অন্ধকে বেছে নিয়েছেন।