ছট পূজা উপলক্ষ্যে করণদিঘী ব্লকের বিভিন্ন অঞ্চলে ছট পূজার সামগ্রী বিতরণ

ছট পূজা উপলক্ষ্যে করণদিঘী ব্লকের বিভিন্ন অঞ্চলে ছট পূজার সামগ্রী বিতরণ

Reported By : মোহাম্মদ জাকারিয়া
১৪ ই নভেম্বর, মঙ্গলবার, ছট পূজা উপলক্ষ্যে করণদিঘী ব্লকের বিভিন্ন অঞ্চলে ছট পূজার সামগ্রী বিতরণ করা হয় মঙ্গলবার। এদিন ডালখোলা পৌরসভা, রানিগঞ্জ অঞ্চলে, করণদিঘী প্রাইমারি স্কুলে, টুঙ্গিদিঘী সার্বজনীন দূর্গা মন্দির সহ বিভিন্ন অঞ্চলে ছট পূজার সামগ্রী বিতরণ করা হয়।

করণদিঘীর বিধায়ক গৌতম পাল জানান, প্রতি বছরের মতো এ বছরও করণদীঘি বিধানসভা এলাকায় প্রায় ৫ হাজার মানুষের হাতে শাড়ি, নারকেল সহ বিভিন্ন পূজার সামগ্রী তুলে দেওয়া হয়। পঞ্চায়েতের তরফ থেকে প্রতিটি ঘাট মেরামত করা হয়েছে এমনকি ঘাটে আলোর ব্যবস্থাও করা হয়েছে। প্রশাসনের তরফ থেকে কড়া নজরদারি থাকবে। তাছাড়াও বিধায়ক গৌতম পাল করণদীঘির মানুষদের জানিয়েছেন ছট পূজার শুভেচ্ছা।

Leave a Reply

error: Content is protected !!