Reported By:- News Desk
আগামী ২২ ডিসেম্বর কোলকাতা সহ পশ্চিমবঙ্গের ১০ টা সিনেমা হলে মুক্তি পেতে চলেছে ‘আলেকজান্ডার ফিল্ম’ নিবেদিত এবং শিবপ্রসাদ চক্রবর্তী প্রযোজিত ও পরিচালিত বাংলা কাহিনীচিত্র ‘চিলড্রেনস ডে’। আজ অপরাহ্নে আদ্যাপীঠ রামকৃষ্ণ মঠ-এর অছি পরিষদের সদস্য তথা সাধারণ সম্পাদক ব্রহ্মচারী মুরাল ভাই, সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্য সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এই কাহিনীচিত্রের টিজার, পোস্টার এবং গান প্রকাশিত হল।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে এই কাহিনীচিত্রের প্রযোজক তথা পরিচালক শিবপ্রসাদ চক্রবর্তী জানান, “২০০ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং ২,৫০০ সাধারণ শিশুদের নিয়ে নির্মিত হয়েছে এই কাহিনীচিত্র।”