শহীদ বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উদ্‌যাপন করা হয় করণদিঘী ঐতিহাসিক স্থান নীলকুঠিতে

শহীদ বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উদ্‌যাপন করা হয় করণদিঘী ঐতিহাসিক স্থান নীলকুঠিতে

Reported By : মোহাম্মদ জাকারিয়া
১৫ ই নভেম্বর, বুধবার, ভারতের ইতিহাসের পাতায় মুন্ডা আন্দোলনে বীর সংগ্রামী বিরসা মুন্ডার অবদান অনস্বীকার্য। বুধবার মাননীয়া মুখ্যমন্ত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে শহীদ বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উদ্‌যাপন করা হয় উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের লাহুতারা এক নম্বর পঞ্চায়েতের অন্তর্গত ঐতিহাসিক স্থান নীলকুঠিতে। মঞ্চে উপস্থিতি ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী। উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, উত্তর দিনাজপুর জেলা শাসক সুরেন্দ্রনাথ কুমার মিনা, করণদিঘীর বিধায়ক গৌতম পাল, করণদিঘী পঞ্চায়েত সমিতির সভাপতি নেহা, ১৩ নম্বর জেলা পরিষদের সদস্য আবদুর রহিম, ১৪ নম্বর জেলা পরিষদের সদস্য কৃষ্ণা সিংহ রায় চৌধুরী সহ আরও অনেকেই।

রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী বলেন, মমতা বন্দোপাধ্যায় ক্ষমতায় আসার পর তিঁনিই প্রথম এই দিনটিকে গুরুত্ব দিয়েছেন। বিরসা মুন্ডার মতো স্বাধীনতা সংগ্রামীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি তপশিলি উপজাতিকেও গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল বলেন, করণদীঘির বিভিন্ন ব্লক থেকে আগত আদিবাসী মানুষদের উপস্থিতিতে বিরসা মুন্ডার জন্মজয়ন্তী পালিত হয়েছে নীলকুঠির মাটিতে। আদিবাসী মানুষের জন্য মাননীয়া মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ কখনো ভোলার নয়।

Leave a Reply

error: Content is protected !!