যুবদের ইনসাফ যাত্রা পৌঁছলো মুর্শিদাবাদে

যুবদের ইনসাফ যাত্রা পৌঁছলো মুর্শিদাবাদে

Reported By:- Binoy Roy

ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ৪৪ তম প্রতিষ্ঠা দিবসের দিন ৩রা নভেম্বর কোচবিহার থেকে ইনসাফ যাত্রার সূচনা হয়েছিল ।উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ঘুরে শনিবার সন্ধ্যায় সেই পদযাত্রা ফারাক্কায় পৌঁছ য়। কালীপুজো থাকায় রবিবার ডি ওয়াই এফ আই এর কর্মীরা সেখানে রাত্রি বাস করছেন ।সোমবার থেকে আবার পথযাত্রা বেরোবে বিভিন্ন ব্লক স্তরে ।রঘুনাথগঞ্জে রাত্রি বাস করবেন সংগঠনের নেতা কর্মীরা। সেখান থেকে রঘুনাথগঞ্জের মাঝে পদযাত্রা, পথসভা হবে। ১৪ নভেম্বর রঘুনাথগঞ্জ থেকে লালগোলা হয়ে ভগবানগোলা যাবে সেই পদযাত্রা ।পরে সেখান থেকে লালবাগে এসে কর্মীদের রাত্রি বাস করার কথা ।পরের দিন ভাইফোঁটা উপলক্ষে পদযাত্রা বন্ধ থাকবে ।১৬ নভেম্বর লালবাগ থেকে ভগবানগোলা ২ ব্লক হয়ে পদযাত্রা পৌঁছবে রাণীনগরে ।এভাবে রানীনগর থেকে জলঙ্গি ,ডোমকল, দৌলতাবাদ হয়ে ১৮ নভেম্বর পদযাত্রা পৌঁছবে বহরমপুরে। পরের দিন বহরমপুর থেকে নবগ্রাম হয়ে সেই পথযাত্রা খড়গ্রাম পৌঁছানোর কথা বলে সংগঠন সূত্রে জানা গিয়েছে।শনিবার মালদহ হয়ে ওই পদযাত্রা মুর্শিদাবাদের ফারাক্কায় পৌঁছায় ।শনিবার সন্ধ্যায় ফারাক্কার তিলডাঙ্গায় সভা হয়েছে। সেখানে সকলের জন্য কাজের দাবি, কৃষকের ফসলের ন্যায্যদাম থেকে শুরু করে শিল্পায়ন, নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ উঠে এসেছে ।এভাবে এই রাজ্যের বিভিন্ন জেলা ঘুরে আগামী ৭ জানুয়ারি কলকাতায় ব্রিগেডের সমাবেশের মধ্য দিয়ে তাদের ইনসাফ যাত্রা শেষ হওয়ার কথা। এই ইনসাফ যাত্রায় সংগঠনের নেত্রী মুনাক্ষী মুখার্জি, ধ্রুবজ্যোতি সাহা সহ রয়েছেন অনেকেই। সংগঠনের জেলা সম্পাদক সন্দীপন দাস বলেন ,”শনিবার যুব সংগঠনের পদযাত্রা আমাদের জেলায় ঢুকেছে। ফারাক্কার তিলডাঙ্গায় বড় জনসভা করা হয়েছে। কালীপুজো থাকায় রবিবার পথযাত্রা বেরোয়নি। সোমবার থেকে সেই পদযাত্রা রওনা দেবে জঙ্গিপুরের দিকে। তার দাবি আমাদের জেলায় ২০ নভেম্বর পর্যন্ত চলবে। জনসভার মাধ্যমে জেলা জুড়ে এই কর্মসূচি পালন করা হচ্ছে।”

Leave a Reply

error: Content is protected !!