Reported By:- Binoy Roy
শুক্রবার দুপুরে বহরমপুরের চুঁয়াপুর ৩৪ নং জাতীয় সড়কের উপর দিয়ে দুই গরু চোর গরু চুরি করে নিয়ে হাঁটতে হাঁটতে বেলডাঙ্গার দিকে যাচ্ছিল। সেই সময় চুঁয়াপুর মোড়ে ডিউটিরত ৩ জন সিভিক ভলেন্টিয়ার দুই গরু চোরকে গরু সহ হাতেনাতে ধরে পুলিশ বুথের মধ্যে তাকে আটকে রাখে। বহরমপুর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে গরু সহ দুই গরু চোরকে থানায় নিয়ে যায়। ধৃত গরু চোরেরা স্বীকার করেছে যে তারা পঞ্চাননতলা থেকে গরু চুরি করে নিয়ে যাচ্ছিল। তাঁদের বাড়ি বেলডাঙ্গার মির্জাফর এলাকায়। এলাকার বাসিন্দা অর্জুন ঘোষ জানিয়েছেন, এই এলাকায় দীর্ঘদিন ধরে গরু চুরি হয়। গত কয়েক মাস আগে পঞ্চাননতলার বাসিন্দা শান্তি ঘোষ, রাজা শেখের গরু চুরি হয়। আজ চুয়াপুরের সিভিক ভলেন্টিয়ার জয়ন্ত ঘোষের আরো দুজন সিভিক ভলেন্টিয়ার গরু চোরকে হাতেনাতে ধরে।