Reported By : Masud Rana
১৮ ই নভেম্বর, শনিবার, মুর্শিদাবাদের সামসেরগঞ্জের পুরাতন ডাকবাংলা এলাকায় হেলমেট বিহীন বাইক চালকদের হাতে গোলাপ ধরিয়ে অভিনব সচেতনতা বার্তা দিলেন পড়ুয়ারা। শনিবার মুর্শিদাবাদের সামসেরগঞ্জের পুরাতন ডাকবাংলা এলাকায় ট্রাফিক সচেতনতার আয়োজন করে সোসাইটি ফর ব্রাইট ফিউচার নামে এক সংস্থা। দা স্কলার ইনস্টিটিউট এর পরিচালনায় আয়োজিত এই সচেতনতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসবিএফ এবং
দা স্কলার ইনস্টিটিউটের কর্মকর্তারা। এদিন হেলমেট বিহীন বাইক চালকদের হাতে গোলাপ ফুল ধরিয়ে দেওয়ার পাশাপাশি ট্রাফিক এবং পথসচেতনতাই বিশেষ বার্তাও প্রদান করা হয় পথ চলতি সাধারন মানুষের উদ্দেশ্যে।