Reported By : Masud Rana
১৮ ই নভেম্বর, শনিবার, ডি ওয়াই এফ আই এর ইনসাফ যাত্রা।
শনিবার দুপুরে হরিহরপাড়া ডলটনপুর কৃষক বাজার থেকে শুরু হয় ইন সাফ যাত্রা এবং এই যাত্রা সম্পন্ন হয় হরিহরপাড়া ফুটবল ময়দানে । যাত্রা শেষে হরিহরপাড়া ফুটবল ময়দানে জনসভা করা হয় । এ দিন এই ইনসাফ যাত্রা ও জনসভায় উপস্থিত ছিলেন ছিলেন dyfi এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জী , dyfi এর রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, DYFI নেতা শতরূপ ঘোষ, অভিনেতা দেবদূত ঘোষ , সিপিআইএম জেলা কমিটির সম্পাদক জমির মোল্লা, সহ জেলা ও ব্লক স্তরের নেতৃত্বরা।
এদিনও dyfi রাজ্য সম্পাদিকা মীনাক্ষী বলেছেন, ” আমরা ইনসাফ যাত্রায় বেড়িয়েছি পশ্চিমবঙ্গের বেকার, খেটে খাওয়া, মেহনতি গরীব মানুষের বাড়ির বেকার ছেলেমেয়েদের একটা কাজ আর পেট পুরে খাবার জোগাড়ের জন্য।” এবং মানুষের দাবিতে মানুষের লড়াইকে প্রতিষ্ঠা করতেই এই ইনসাফ যাত্রা।”