Reported By:- Masud Rana
কুমড়ো গাছ নিয়ে দুই পরিবারের মধ্যে শুরু হয় বচসা, তারপরেই হাতাহাতি, দুই পরিবারের আহত হয় চার জন। আহতদের নাম আমিরুল সেখ (৪০), তার ছেলে রনি সেখ (১৫), এবং অন্যারা তারামন বিবি (৪০) ও তার বৌমা সোনালি খাতুন (২৫)। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার ধুলাউড়ি অঞ্চলের নাখেরাজ এলাকায়। জানা যায় পাশাপাশি বাড়ি দুই পরিবারের, সেখানে একটা কুমড়ো গাছ লাগানো ছিল, ওই কুমড়ো গাছের দাবিদার দুই পরিবার, সেখানেই বিতর্ক শুরু তারপরেই হাতাহাতি তাতেই আহত দুই পরিবারের চারজন। আহতদের ডোমকল মহাকুমা স্পেশালিটি হসপিটালে নিয়ে আসা হয় বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে।