চারদলীয় ফুটবল টুর্নামেন্ট ডোমকলে

চারদলীয় ফুটবল টুর্নামেন্ট ডোমকলে

Reported By : Masud Rana
২১ শে নভেম্বর, মঙ্গলবার, ডোমকলের 12 নম্বর অঞ্চলের কুশাবাড়িয়া ফুটবল ময়দানে অনুষ্ঠিত হয়ে গেল চারদলীয় ফুটবল টুর্নামেন্ট। ডোমকল মহাকুমা তথা মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় ডোমকলের জনপ্রিয় মুখ ও বিশিষ্ট সমাজসেবী আব্দুল আলীম বাপি বিশ্বাসকে দেখা যায় খেলার উদ্বোধক ও প্রধান অতিথি হিসাবে, এই মাঠেও তার বিকল্প নয়। কুশাবাড়িয়া ফুটবল ময়দানের আনাচে কানাচে উপচে পড়েছে মানুষের ঢল। শুধু খেলায় নয় সামাজিক বিভিন্ন জনকল্যাণকর কাজকর্মেও প্রথম সারিতেই দেখা যায় আব্দুল আলীম বিশ্বাস ওরফে বাপি ভাইকে।

Leave a Reply

error: Content is protected !!