পিছিয়ে পড়া এলাকার অক্ষরজ্ঞানহীন মহিলা অনেকেই নাম সই করতে না পারার কারণে ব্যাঙ্কে বিভিন্ন সরকারী প্রকল্পের আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হন। অনেকে বোকা বানিয়ে তাদের প্রতারিতও করে। তাই সেই সমস্ত এলাকায় মহিলাদের সচেতন করতে ও তাদের সাক্ষর করতে সরকারী এই উদ্যোগের অংশ নিয়েছে 'খড়দহ নিউ এজ সোসাইটি'।
সংগঠনের সভাপতি সায়ন দে ও হাওড়া জেলায় Adult Literacy program এর কোঅর্ডিনেটর সমাজকর্মী কল্যাণী পালুই হাওড়া জেলার আমতা ১, ২ বাগনান, শ্যামপুর, উলুবেড়িয়া সহ নানা পিছিয়ে পড়া এলাকায় এরকম প্রায় ৫০টিরও বেশি বয়স্ক শিক্ষা কেন্দ্র খোলার লক্ষমাত্রা নিয়েছেন।
গত কয়েকদিনে আমতা ১ নং ব্লকের খড়দহ গ্রাম পঞ্চায়েত এলাকার ভগবতীপুর, কুমারচক ও খড়দহ গ্রামে চারটি, বাগনান ১ নং ব্লকের জ্যোৎবীরেশ্বরে গ্রামে একটি, উলুবেড়িয়া ২ নং ব্লকের জগরামপুর গ্রামে দুটি, আমতা ২ নং ব্লকের খড়িগেড়িয়া গ্রামে দুটি সেন্টার চালু হয়েছে। এরপরে বাগনান, উলুবেড়িয়া, শ্যামপুরেও একাধিক বয়স্ক শিক্ষা কেন্দ্র খোলার প্রস্তুতি চলছে বলে জানান সংগঠনের সভাপতি তথা সংগঠক সায়ন দে। কল্যানী পালুই বলেন - আমাদের নারী অধিকার সুরক্ষা নিয়েই লড়াই। মাদক দ্রব্যের বাড় বাড়ন্ত, বাড়িতে অত্যাচারের শিকার, পড়াশোনা ছেড়ে বাল্যবিবাহ, নারী পাচার এই সমস্ত সামাজিক সমস্যাগুলোর মোকাবিলা করতে বড় হাতিয়ার হতে পারে ওদের মধ্যে শিক্ষার আলো জ্বালানো। এই কর্মসূচী সেই আলো জ্বালানোর কাজ করতে পারে বলেই বিশ্বাস।