Reported By : Binay Roy
২২ শে নভেম্বর, বুধবার, সারা বিশ্ব জুড়ে যে হারে রক্তের সংকট দেখা দিয়েছে- সেই সমস্যার কিছুটা হলেও সমাধান চেয়ে মেয়ের বিয়েতে রক্তদান শিবিরের আয়োজন করলেন বাবা। বহরমপুরে ইন্দ্রপ্রস্থ এলাকার বাসিন্দা হরেন্দ্রনাথ হাটি তিনি দীর্ঘদিন ধরে বহরমপুরে শহীদ ক্ষুদিরাম পাঠাগারের সাথে যুক্ত রয়েছেন। সেই জায়গা থেকে তার এই মানসিকতা- মানুষের পাশে দাঁড়াতে তার এই উদ্যোগ। পাশাপাশি সাধারণ মানুষকেও তিনি এই বার্তাই দিতে চান- যেন পারিবারিক এই ধরনের অনুষ্ঠানের পাশাপাশি রক্তদান শিবিরের মতো উদ্যোগও গ্রহণ করেন সকলেই। তবেই এই সমস্যার সমাধান বা রক্তের চাহিদা মেটানো সম্ভব বলে মনে করেন তিনি।