কাজ হারিয়ে দিশেহারা কোভিদ যোদ্ধারা

কাজ হারিয়ে দিশেহারা কোভিদ যোদ্ধারা

Reported By:-Binoy Roy

বহরমপুর মুখ্য স্বাস্থ্য আধিকারিক অফিসের সামনে কোভিদ যোদ্ধারা উপস্থিত হয় প্রথম থেকেই তারা কোভিদ যোদ্ধা হিসেবে কাজ করে আসছে মুর্শিদাবাদে এখন 32 জন কোভিদযোদ্ধা আছেন তারা কার্ড হারিয়েছেন তাদের অভিযোগ 31 শে ডিসেম্বর 2021 পর্যন্ত তাদের কাজ করার মেয়াদ থাকলেও তাদের কাজ দেওয়া হচ্ছে না ফলে কাজ হারিয়ে তারা অনিশ্চয়তায় ভুগছেন তাদের দাবি অন্যান্য জেলাগুলিতে কোভিদ যোদ্ধারা কাজ করছেন কিন্তু মুর্শিদাবাদে কোভিদ যোদ্ধাদের কাজে নেওয়া হলো না সেই কারণেই তারা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কাছে তাদের আবেদন জানান যাতে তাদের পুনরায় কাজে যোগদান করানো যায়, এর মধ্যে কিছু জানালেন কাজ করা সত্ত্বেও তারা এখনো বেতন পাননি ফলে তাদের ঘর সংসার ছেড়ে তারা করোনা রোগীকে সুস্থ করতে কাজে নেমে ছিলেন কিন্তু তাদেরই এখন কাজ নেই ফলে তাদের কষ্টের মধ্যেই সংসার চালাতে হচ্ছে।

Leave a Reply

error: Content is protected !!