Reported By : Masud Rana
২৩ শে নভেম্বর, বৃহস্পতিবার, মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গাড়িতে করে মৃতদেহ নিয়ে এসে রেখে পালালো চালক সহ এক যুবক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। স্থানীয় সূত্রে জানা যায় একটি মারুতি ভ্যানে করে মৃতদেহ নিয়ে আসা হয় তারপরে ওই মৃতদেহ হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডে রেখে পালিয়ে যাই চালকসহ এক যুবক। কর্তব্যরত চিকিৎসক জানান এক অজ্ঞাত পরিচয় যুবকের দেহ রেখে পালিয়ে যায় নাম ঠিকানা কিছুই পাওয়া যায়নি পুলিশকে খবর দেওয়া হয়েছে। চিকিৎসকের প্রাথমিক অনুমান গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মৃত্যু হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।