Reported By;- Masud Rana
CDPO অফিসের সাটার নামিয়ে বিক্ষোভ ICDS কর্মীদের | ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে জলঙ্গি CDPO অফিসে। দীর্ঘ ক্ষণ সাটার নামিয়ে ঘর বন্ধ করে বিক্ষোভ করার পরে CDPO আসলে তাদের সঙ্গে কথা না বলে আবার বেরিয়ে যায় বলে অভিযোগ করেন। আবারও সাটার নামিয়ে বিক্ষোভ শুরু করেছে