মাইকের প্রচারে অতিষ্ঠ শহরবাসী

মাইকের প্রচারে অতিষ্ঠ শহরবাসী

Reported By : Masud Rana
২৫ শে নভেম্বর, শনিবার, মাইকের প্রচারে অতিষ্ঠ শহরবাসী, সকাল থেকে শুরু হয় মাইকের প্রচার, কোন ফার্মেসিতে কোন ডাক্তার বসবে এই প্রচার করতেই টোটোতে মাইক বেঁধে সারাদিন ঘোরাফেরা করে মুর্শিদাবাদের ডোমকল হাসপাতাল মোড়ে। টোটোতে মাইক বেঁধে বেশিরভাগ সময় হাসপাতালের গেটের সামনেই ঘোরাঘুরি করে টোটো চালকরা।

হাসপাতাল চত্বরের ব্যবসায়ী ও রোগীদের লোকজন জানান, হার্টের পেশেন্টদের সমস্যার মধ্যে পড়তে হয় মাইকের আওয়াজের কারনে। কিন্তু কাউকে কিছু বলার নেই, কারণ মুখ খুললেই হয়তো নেমে আসতে পারে বিপদ। এই বিষয়টা প্রশাসনের দৃষ্টি আকর্ষণের দাবি জানিয়েছেন হাসপাতাল চত্বরের লোকজন।

Leave a Reply

error: Content is protected !!