Skip to content
জেলা জুড়ে সমস্ত রুটে বেসরকারি বাস পরিষেবা না পেয়ে সমস্যায় পড়ছেন সাধারণ যাত্রী

জেলা জুড়ে সমস্ত রুটে বেসরকারি বাস পরিষেবা না পেয়ে সমস্যায় পড়ছেন সাধারণ যাত্রী

Reported By:- Binoy Roy

প্রশাসনকে বারবার জানিয়েও সমস্যার কোনো সুরাহা হচ্ছেনা। বরং দিনের পর দিন বেড়েই চলেছে বিভিন্ন রুটে অটো, টোটো সহ অন্যান্য বে আইনি গাড়ির দৌরাত্ম। ফলে রীতিমতো সমস্যা দেখা দিচ্ছে বিশেষ করে বেসরকারি বাসের ক্ষেত্রে। ক্রমশ বাড়ছে পথ দুর্ঘটনা, পাশাপাশি বেসরকারি বাসে যাত্রী সংখ্যা নিয়েও দেখা দিচ্ছে যথেষ্টই সমস্যা। অথচ নিজেদের এই সমস্যার কথা বারবার জেলা প্রশাসনকে জানানো সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো সুরাহা মেলেনি এই সমস্যার। অবশেষে বিষয়টিতে প্রশাসনের বিশেষ ভাবে দৃষ্টি আকর্ষণের জন্য আজ সোমবার জেলা জুড়ে ২৪ ঘন্টার জন্য বেসরকারি বাস পরিষেবা বন্ধের ডাক দিলো মুর্শিদাবাদ বাস ওনার্স কাউন্সিল। এই বিষয়ে গত ২২ নভেম্বর সংগঠনের ডাকা বহরমপুরের এক সভায় নেওয়া সিদ্ধান্ত অনুসারে এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন- মুর্শিদাবাদ বাস ওনার্স কাউন্সিলের সদস্যরা। তবে জেলা জুড়ে সমস্ত রুটে বেসরকারি বাস পরিষেবা না পেয়ে স্বাভাবিকভাবে রীতিমতো সমস্যায় পড়ছেন যাত্রী সাধারণ ও নিত্যযাত্রীরা।

Leave a Reply

error: Content is protected !!