রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সাহিল নাওয়াজ বলেন, সাজ্জাদ হোসেনের মতো মানুষকে রাজনীতিতে পাওয়া সৌভাগ্যের বিষয়। আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে আমরা শোকপালন করেছি। আমাদের জন্য যা করে গেছেন তাঁর জন্য সাজ্জাদ হোসেন অমর থাকবেন। এদিন উপস্থিত ছিলেন হাজি সাজ্জাদ হোসেনের নাতি তথা রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ও ডালখোলা শহর যুব সভাপতি সাহিল নাওয়াজ, রাজ্যে কংগ্রেস কমিটির সদস্য রামেশ ভগত, ইসলামপুর মহকুমা কংগ্রেসের ইনচার্জ মোহাম্মদ মুস্তাফা, ডালখোলা শহর কংগ্রেসের সভাপতি আলতাফ হোসেন, করণদিঘী বিধানসভার যুব কংগ্রেস সভাপতি সারওয়ার আলাম সহ আরও অনেকেই।