তিনদিনের সফরে ভারতে এলেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান আহমেদ। তিনি মঙ্গলবার রাত্রে মুর্শিদাবাদের বহরমপুরে এসে পৌঁছন। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান আহমেদ বহরমপুরের একটি বেসরকারি হোটেলে রাত্রি যাপন করেন। বুধবার সকালে মুর্শিদাবাদের বিভিন্ন ঐতিহাসিক জায়গা ঘুরে দেখেন। তিনি প্রথমেই পৌঁছে যান মুর্শিদাবাদের মতিঝিল পার্ক, তারপর হাজারদুয়ারি, জগৎশেঠের বাড়ি ও কাটরা মসজিদ ঘুরে শেষে ফিরে আসেন বহরমপুর। তারপর বহরমপুর থেকে তিনি কান্দী বর্ধমান হয়ে কোলকাতার উদ্দেশ্যে রওনা দেন। গতকাল কলকাতায় উনার নানান কর্মসূচি রয়েছে,যদিও এদিন তিনি সাংবাদিকদের সঙ্গে কিছু বলেন নি।