Skip to content
বঙ্গভঙ্গ প্রতিরোধ মঞ্চ

বঙ্গভঙ্গ প্রতিরোধ মঞ্চ

উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবির বিরোধিতায় সরব হল বঙ্গভঙ্গ প্রতিরোধ মঞ্চ।এই মঞ্চে রয়েছে ৮টি সংগঠন।
বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে বঙ্গভঙ্গ প্রতিরোধ মঞ্চের আহ্বায়ক সঞ্জীব চক্রবর্তী বলেন, উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি যারা রেখেছেন তাদের মন্ত্রিত্ব দেওয়া উচিত হয়নি।সেই কারণেই তাদের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে হবে।তিনি আরও বলেন, উত্তরবঙ্গ পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হলে ওই অঞ্চলের অর্থ সামাজিক বা যাবতীয় উন্নয়নের কোনো নিদর্শন থাকবে না বরং গুরুত্ব হারাবে।কেন্দ্রশাষিত অঞ্চল হলে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত থাকবে রাজ্যের সাধারণ মানুষ।তাই এর প্রতিবাদে আগামীতে তারা লাগাতার আন্দোলনে নামবে।
প্রসঙ্গত, আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা সম্প্রতি উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি তুলেছিলেন।তার এই বক্তব্যকে সমর্থন করেছিলেন বিজেপির বিধায়ক শিখা চ্যাটার্জিও।এরপরেই এর বিরোধিতায় সরব হন বিভিন্ন রাজনৈতিক দল এবং অন্যান্য সংগঠনগুলি।

Leave a Reply

error: Content is protected !!