Reported By:- Masud Rana
বিষাক্ত সাপের কামড়ে ঠিক সময় চিকিৎসার না পাওয়াই মৃত্যু হলো এক যুবকের, ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রানিতলা থানার অন্তর্গত টিকলির চর ঘোষপাড়া গ্রামে ,মূলত জানা যায় তাদের হসপিটাল যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই, কারণ তাদের এখানে নেই কোনো রাস্তাঘাট নেই, কোনো হসপিটাল নেই কোনো যানবাহন চলাচলের ব্যবস্থা। নদীর পেরিয়ে তিন কিলোমিটার দূরে নসিপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্র সেখানে নিয়ে যেতে নিয়ে যেতে মানুষ মারা যায়, তাই আজ ঠিক একটি জলজ্যান্ত প্রমান দেখা গেলো, তারা জানান আমাদের এই কষ্টে কথা কেউ শোনে না, ভোট আসে ভোট যায় কিন্তু আমাদের সমস্যা থেকেই যায় তাই বলে জানিয়েছেন গ্রামবাসী, তারা আরো বলেন আজ যদি হসপিটাল থাকতো তাহলে হয়তো আজ এই যুবক ভাইটি বেঁচে যেতো, আজ ঠিক সময়ে চিকিৎসা না পাওয়াই মৃত্যুর হলো তার ,তাই বলে জানিয়েছেন গ্রামবাসী ,তারা আরো কি বললেন শুনবো বিস্তারিত ।