Reported By : Masud Rana
৬ই ডিসেম্বর, বুধবার, গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে জেনারেল বডি মিটিংয়ে ডাকা হয়নি কংগ্রেসের ৩ জন পঞ্চায়েত সমিতির সদস্যকে। মূলত এই বিষয়কে কেন্দ্র করে বুধবার দুপুরে ক্ষুব্ধ কংগ্রেস সদস্যরা বিক্ষোভ দেখালেন বহরমপুরে ভাকুরি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে। যদিও এই বিষয়ে ওই পঞ্চায়েতের উপ প্রধান জানিয়েছেন- যেহেতু এটা গ্রাম পঞ্চায়েতের সাধারণ সভা, তাই যথা নিয়মানুসারে প্রত্যেক দলের সদস্যদেরই চিঠি করা হয়েছিল তবে সেই চিঠি তারা বা তাদের পরিবারের পক্ষ থেকে কেউ রিসিভ করেনি। সব মিলিয়ে আজ ওই গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত সাধারণ সভাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনার বাতাবরণ তৈরি হয় পঞ্চায়েত কার্যালয় চত্ত্বরে।