৯ই ডিসেম্বর, শনিবার, শুরু হল মুর্শিদাবাদ জেলা বই মেলা। এদিন বই মেলার উদ্বোধন করেন রাজ্য গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে মেলা চলবে। গত বছর ১কোটি ২৪ লাখ টাকার বই বিক্রি সব রের্কড ভঙেছে। এবারও বই বিক্রি কোটি টাকা ছাড়াবে বলেই দাবি উদ্যোক্তাদের। এবারও বই মেলাতে ঢুকতে লাগছে না কোন টিকিট।