রানীনগর 1 পঞ্চায়েত সমিতিতে শুক্রবার অনাস্থা ভোট সম্পন্ন হল।শুক্রবার রানীনগর 1 পঞ্চায়েত সমিতির মোহর 18 জন সদস্যের মধ্যে পেলেন 17 জন সদস্য উপস্থিত হয়েছিলেন অনাস্থা ভোটে। অনাস্থা ভোটে বর্তমান পঞ্চায়েত সমিতির সভাপতি আমিনুল হাসান বাপি কে অপসারণ করলেন তৃণমূলেরই 17 জন সদস্য।
