Reported By : Binay Roy
১১ই ডিসেম্বর, সোমবার, কিষাণ মোর্চা মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে সোমবার জেলার প্রত্যেক ব্লকের বিডিও ও এসডিওকে ডেপুটেশন দেওয়া হ'ল নিজেদের দাবিদাওয়া জানিয়ে। মূলত রাজ্য জুড়ে তৃণমূলের দুর্নীতি ও সন্ত্রাসের বিরোধিতা জানিয়ে এদিন মোট দশ দফা দাবির ভিত্তিতে এই ডেপুটেশন দেওয়া হয় বহরমপুরে। এদিন দুপুরে বহরমপুরের পঞ্চাননতলা এলাকায় বিডিও অফিসে জমায়েত হয়ে বিডিওর হাতে এই স্মারকলিপি তুলে দেন কিষাণ মোর্চার বহরমপুর শাখার সদস্যরা। অবিলম্বে তাদের এই দাবিদাওয়া মেনে নেওয়া না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন তারা বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা।