উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের কান্তিরপা এন কে সিনিয়র মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের আলোচনা সভা ও যোগদান সভার আয়োজন করা হয় রবিবার। জানা গেছে আগামী ৩১শে ডিসেম্বর কান্তিরপা সিনিয়র মাদ্রাসার পরিচালন সমিতির ভোট রয়েছে, আর দিকে লক্ষ্য রেখেই প্রার্থী তালিকা ঘোষণা ও যোগদান সভার আয়োজন করা হয়। বাজারগাঁও ১ নম্বর অঞ্চলের পূর্ব প্রসাদপুর বুথের কংগ্রেস মেম্বার বেল্লাল হুসেইন সহ আরো প্রায় ৩০০ জন তৃণমূল কংগ্রেসে যোগ করেন বলে দাবি তৃণমূলের। এদিন তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের নাম ঘোষণা করা। করণদিঘীর বিধায়ক গৌতম পাল জানান আমরা সমস্ত নেতৃত্ব ও কর্মীদের নিয়ে কান্তিরপা মাদ্রাসার পরিচালন সমিতির ৬ জন প্রার্থীর নাম ঘোষণা করলাম। আমরা আশাবাদী আমাদের জয় নিশ্চিত। আমরা আশাবাদী। আসন্ন নির্বাচনে সবুজ আবির উড়বে।