Skip to content
মেধা তৈরীর লক্ষ্যে হলদিবাড়ী বেগম রোকেয়া মেমোরিয়াল শিশু অ্যাকাডেমী

মেধা তৈরীর লক্ষ্যে হলদিবাড়ী বেগম রোকেয়া মেমোরিয়াল শিশু অ্যাকাডেমী

Reported By : মোহাম্মদ জাকারিয়া ১২ই ডিসেম্বর, মঙ্গলবার, উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের দোমোহনা পঞ্চায়েতের হলদিবাড়ী বেগম রোকেয়া মেমোরিয়াল শিশু অ্যাকাডেমিতে 2024 নতুন শিক্ষাবর্ষে নার্সারি থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত ভর্তি চলিতেছে। জানা গেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদের সিলেবাস অনুসরণে ৮ প্রশিক্ষন প্রাপ্ত শিক্ষক শিক্ষিকা মন্ডলী দ্বারা বাংলা, ইংরেজি, হিন্দি, আরবী, কম্পিউটার শিক্ষা সহ বিভিন্ন বিষয়ে বিশেষভাবে শিক্ষা দেওয়া হয়। এবং বাচ্চাদের জন্য যাতায়াতের সুব্যবস্থা রয়েছে।

করণদিঘী ব্লকের দোমোহনা পঞ্চায়েতের হলদিবাড়ী বেগম রোকেয়া মেমোরিয়াল শিশু অ্যাকাডেমি দীর্ঘ ১৫ বছর যাবৎ এলাকায় শিক্ষা প্রদান করে চলেছে । ১ ডিসেম্বর 2023 থেকে ভর্তির শুরু হয়েছে এ বং ২ জানুয়ারি 2024 থেকে বিদ্যালয়ের পঠন-পাঠন আরম্ভ হবে। একাডেমির কর্ণধর ও প্রধান শিক্ষক জানান হলদিবাড়ী বেগম রোকেয়া মেমোরিয়াল শিশু অ্যাকাডেমি দীর্ঘ ১৫ বছর যাবৎ এলাকায় শিক্ষা প্রদান করে আসছে, এ প্রতিষ্ঠানের স্বল্প খরচের মাধ্যমে অভিজ্ঞ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে অনেক ছেলে মেয়েরা উন্নতির শেখরে আরোহন করেছে। আপনার শিশুর উজ্জল ভবিষৎ গড়ে তুলতে আজই যোগাযোগ করুন বেগম রোকেয়া মেমোরিয়াল শিশু অ্যাকাডেমীতে যোগাযোগ নম্বর: 7-0-0-1-4-7-1-5-6-3 অথবা 7-7-9-7-5-9-0-9-7-4।

Leave a Reply

error: Content is protected !!