১৪ ই ডিসেম্বর, বৃহস্পতিবার, বাঁচলে গাছ বাঁচবে বই এ কথা মাথায় রেখে প্রচেষ্টা ফাউন্ডেশনের এ উদ্যোগ । প্রচেষ্টা ফাউন্ডেশন সারা বছর গাছ নিয়ে কাজ করে।
ঐন্দ্রিলা শর্মা এক বছর আগে আমাদের ছেড়ে চলে গেছে না ফিরবার দেশে। তাই এ বছর প্রচেষ্টা ফাউন্ডেশন উদ্যোগ নিয়েছে গাছের মাধ্যমে তাকে আমাদের মধ্যে বাঁচিয়ে রাখবেন। তাই আজ ১৪ ই ডিসেম্বর ৪৩ তম বইমেলায় প্রচেষ্টা ফাউন্ডেশন উদ্যোগ নেয় মেলায় আসা সকল মানুষের হাতে গাছ তুলে দিবে। সেই মতো ৫০০ টির কাছে গাছ তুলে দিলেন তারা। গাছ বিতরণের পর blro সাহেবকেও গাছ দেওয়া হয় দেন প্রচেষ্টা ফাউন্ডেশনের পক্ষ থেকে ।