Skip to content
সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী

সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী

Reported By : Binay Roy
১৬ ই ডিসেম্বর, শনিবার, বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। উক্ত সাংবাদিক বৈঠকে তিনি বললেন, যাইহোক আর তাইহোক মোদি সামান্য একটা পার্লামেটকে নিরাপত্তা দিতে পারলেন না। তাহলে তো প্রশ্ন উঠবেই, সে কি করে একটা দেশকে নিরাপত্তা দেবে? কারণ Acheter cialis en ligne france

মোদীর মতে পুরনো পার্লামেন্ট খারাপ যেখানে জওহরলাল নেহেরুরা ছিলেন। তাই সেই পার্লামেন্ট ভেঙে তাকে নতুন করে পার্লামেন্ট করতে হবে। যা হবে ভারতবর্ষের আধুনিক পার্লামেন্ট। অধীর বাবু আরো বললেন, ছিদ্রে ছিদ্রে ভর্তি মোদির প্রশাসন।

Leave a Reply

error: Content is protected !!