Reported By : Binay Roy
২০ শে ডিসেম্বর, বুধবার, অভিনব উপায়ে প্রতিবাদে সামিল হয়েছেন সরকারি স্কুলের কম্পিউটার প্রশিক্ষকরা। মুখ্যমন্ত্রীর নজরে আনতে তারা আজ বুধবার খাম ভরো অভিযানে সামিল হয়েছেন। সারা রাজ্যজুড়ে এদিন তারা এই অভিযান কর্মসূচি গ্রহণ করেছেন। তারই একটি অংশ হিসেবে এদিন মুর্শিদাবাদের বহরমপুরে কর্মসূচি সফল করার প্রয়াস নেন। এইসব প্রশিক্ষকরা প্রায় ১০ বছর ধরে পড়ুয়াদের প্রশিক্ষণ দিয়ে আসছেন। কিন্তু তাদের সাম্মানিক সঠিক মিলছে না বলে অভিযোগ তাদের। তারা জানিয়েছেন, গত তিন বছর আগে তাদের সাম্মানিক বেড়েছে বলে একটি সার্কুলার জারি করা হয়। কিন্তু রাজ্য সরকার সেই বিষয়টির এখনও অনুমোদন দেয় নি। তাই সরকার যেন শীঘ্রই তাদের বিষয় টি নিয়ে ভাবনা চিন্তা করে, তাই তারা এই কর্মসূচি গ্রহণ করেছেন বলে দাবি তাদের।