Reported By:- News Desk
সাগরদীঘির বিধায়ক বাইরন বিশ্বাসের সামশেরগঞ্জে অবস্থিত বাড়ি এবং গোডাউন, ও হাসপাতালে হঠাৎ হানা কেন্দ্রীয় সংস্থার। বুধবার সকালে বেশকিছু গাড়ি বহর এসে পৌঁছায় বাযইরন বিশ্বাসের বাড়িতে। নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয় বাইরন বিশ্বাসের বাড়ি। তারপরই শুরু হয় তল্লাশি অভিযান। যদিও ইডি না আয়কর দপ্তরের হানা। তা এখনো স্পষ্ট নয়।