Reported By:- Binoy Roy
নিজের প্রসুতি বোনকে হাসপাতালে ভর্তি করতে এসে হেনস্তার শিকার হলেন এক আইনজীবী। অভিযোগ, হাসপাতালের এক সিকিউরিটি গার্ড তাকে হেনস্থা করার পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃ মা ওয়ার্ডে। জানা গেছে, বহরমপুর জেলা আদালতের আইনজীবী সহর্ষ কর্মকার তার প্রসুতি বোন কাকলি মন্ডলকে হাসপাতালে ভর্তি করতে আসেন। তার অভিযোগ, বোনকে মাতৃ মা ওয়ার্ডে ভর্তি করতে গেলে তাকে ঢুকতে বাধা দেন কর্তব্যরত সিকিউরিটি গার্ড। সেই মুহূর্তে হাসপাতালের কোনও কর্মী ওই আইনজীবীকে সাহায্য করতে এগিয়েও আসেননি বলে অভিযোগ। এমনকি তাকে ঢুকতে বাধা দিয়ে গালিগালাজও করেন ওই সিকিউরিটি গার্ড। ঘটনার কথা জানার পর আইনজীবীর সহকর্মীরা হাসপাতালে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে বচসাও হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয় টির মীমাংসা হয়।